প্রকাশিত: Thu, Nov 30, 2023 10:50 AM
আপডেট: Tue, Jan 27, 2026 12:41 PM

[১]পুরো বিশ্বই গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়: ইইউ [২]ইইউ বুঝেছে ইসি রাজনৈতিক ইস্যুতে হস্তক্ষেপ করতে পারে না : সিইসি

এম এম লিংকন: [৩] বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনে বিশ্ববাসির এই আগ্রহের কথা জানিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি আরো বলেন, ভোটের সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমরা জেনেছি। 

[৪] আর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, ইসির সাংবিধানিক সীমাবদ্ধতা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল বুঝতে পেরেছে। সংবিধানের বাইরে গিয়ে আমাদের ভোট করার কোন সুযোগ নেই।  

[৫] বুধবার  আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের সার্বিক প্রস্তুতি ও পর্যবেক্ষণ প্রসঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন তারা। 

[৬] চার্লস হোয়াইটলি বলেন, সংসদ নির্বাচন নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও তার টিম খোলামেলা আলোচনায় অংশ নিয়েছেন। তবে, এ সময় সাংবাদিকদের কোনো প্রশ্ন নিতে রাজি হননি তিনি।  

[৭] ইতোমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের এক্সপার্ট ইলেকশন পর্যবেক্ষণ টিমের চারজন এসেছেন জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, আমাদের প্রস্তুতিটা অনেক দূর এগিয়ে গেছে এটা তারা জানতেন না। এর মধ্যে আমাদের কী কী অগ্রগতি হয়েছে সেগুলো আমরা তাদের জানিয়েছি। আমরা আগের মতোই স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয় সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।


[৮] সিইসি বলেন, আমরা তাদের জানিয়েছি, আমাদের মাননীয় কমিশনাররা বিগত দুই সপ্তাহ ধরে বাইরে বাইরে ঘুরেছেন এবং তারা জনগণ ও প্রশাসনকে বিষয়গুলো অবহিত করেছেন। যাতে করে প্রশাসন স্থানীয়ভাবে তাদের সব শক্তিকে সমন্বিত করে; যাতে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত হয়। 

[৯] বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার উপস্থিত ছিলেন। অন্যদিকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, সংস্থাটির পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন উপস্থিত ছিলেন।

[১০] এছাড়াও উপস্থিত ছিলেন- সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের রাষ্ট্রদূত ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও অ্যালেসান্দ্রো, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মানির উপরাষ্ট্রদূত জ্যান জ্যানোভস্কি। সম্পাদনা: ইকবাল খান